শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো বীর চট্টলা টিভির প্রধান কার্যালয়

 

সত্যের সন্ধানে নির্ভীক, প্রতিটি খবর, প্রতিটি সত্য , ঘটনার গভীরে, নির্ভুল সংবাদ। এই শ্লোগান নিয়ে-
বাংলাদেশের মিডিয়া জগতে নতুন দিগন্তের সূচনা করেছে “বীর চট্টলা টিভি”। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম পুলিশ লাইনের সামনে শাহ আমানত ম্যানসনের চতুর্থ তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টেলিভিশনটির প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজসেবক , রাজনীতিবিদ, সাংবাদিক , স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,, চাকরীজিবী, ব্যবসায়ী, বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা, ও বীর চট্টলা টিভির কলাকুশলীবৃন্দ । কেক কেটে ও দোয়ার মাধ্যমে বীর চট্টলা টিভির প্রধান কারযালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বক্তব্য পর্বে বক্তারা বলেন, “বীর চট্টলা টিভি শুধু একটি টিভি চ্যানেল নয়, এটি হবে সমগ্র বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও গণমানুষের কণ্ঠস্বর। তরুণদের সাংবাদিকতায় আগ্রহী করে তোলা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠবে এই প্রতিষ্ঠান।”

উদ্বোধনী অনুষ্ঠানে নতুন কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখানো হয়। পাশাপাশি অতিথিদের জন্য ছিল চা-চক্র, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময় পর্ব। এসময়  আগত অতিথি ও সাংবাদিকবৃন্দকে বীর চট্টলা টিভির পক্ষ থেকে কেস্ট ও উপহার সম্রগী তুলে দেন বীর চট্টলা টিভির চেয়ারম্যান এস এম গিয়াস উদ্দিন সম্রাট।

বীর চট্টলা টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম গিয়াস উদ্দিন সম্রাট বলেন, “এই কার্যালয়ের মাধ্যমে আমাদের কার্যক্রম আরও পেশাদার, গতিশীল ও সার্বিকভাবে বিস্তৃত হবে। আমরা স্থানীয় সংবাদ, সংস্কৃতি ও মানবিক গল্পগুলো তুলে ধরার মাধ্যমে জাতীয় গণমাধ্যমে ভিন্নমাত্রা যোগ করতে চাই।”

উদ্বোধনী দিনেই টিভির বিশেষ অনুষ্ঠানসূচি, প্রতিবেদন ও তথ্যচিত্র প্রচার করা হয়, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram