লক্ষ্মীপুর প্রতিনিধি: ইসমাইল হোসেন।
লক্ষ্মীপুর জেলার রায়পুর–২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া ৩০ সেপ্টেম্বর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী রাধা মাদব সেবা শ্রম মন্দির পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা বাইতুল মাল সম্পাদক কাজি রফিকুল ইসলাম, ইউনিয়ন আমির মাষ্টার হুমায়ুন কবিরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সিন্ময় দাশ, সহ–সভাপতি হারাধান চন্দ্র হাওলাদার ও সাধারণ সম্পাদক রিন্টু চন্দ্র হাওলাদার।
পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, ২০০৪ সালে টিনের কাঠামো দিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনের ব্যবহারে বর্তমানে মন্দিরটি সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। এসময় রিন্টু চন্দ্র হাওলাদার বলেন, “স্যার যদি নির্বাচিত হয়ে এমপি হতে পারেন, তিনি আমাদের মন্দিরের সংস্কার করবেন বলে আশা করি।”
ইউনিয়ন আমির মাষ্টার হুমায়ুন কবির বলেন, “অনেকে বলে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সংখ্যালঘুদের নিরাপত্তা থাকবে না, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুদের নিরাপত্তা আরও জোরদার করা হবে।”
মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন, “আমি নির্বাচিত হলে হিন্দু–মুসলিম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”
মন্দির পরিচালনা কমিটির সহ–সভাপতি হারাধান চন্দ্র হাওলাদার বলেন, “ইসলাম শান্তির ধর্ম। মহানবী (সা.) দুনিয়ায় এসে সকলের মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন।”