লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:গাজীপুরে কাশেম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে কফিন কাঁদে মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্র জনতা।
গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীদের হামলায় আহত কিশোর কাশেম খান (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে কপিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপর জেলা শাখা।
বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার দিকে উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী উদ্দেশ্যে কফিন মিছিল বের করে সংগঠনটি।
মিছিলের আগে শহীদ আবুল কাশেমের গায়েবা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
একইসঙ্গে কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গোল চক্করের সামনে এসে সমাবেশে রুপান্তরিত হয়। এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসাইন, সাইফুল ইসলাম মুরাদ, শহিদুর রহমাম রাফি, আরিফ, বায়োজিদ সামি, আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন গুলিবিদ্ধ মুরাদ সহ অনেকে।