মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫

কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘরবাড়ি-দোকানপাট নির্মাণ

 

কবির হোসেন রাকিব

লক্ষীপুর প্রতিনিধিঃ

 

লক্ষীপুরের কমলনগর  উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। তবে দখল হয়ে যাওয়া ওই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও এ বিষয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও সচেতন মহল।

 

জানা গেছে, উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা ফজুমিয়ার হাট ভুলুয়া নদী বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ডের কয়েক লাখ টাকার জায়গা আমজাদ হোসেন ও তার ভাই আওলাদ হোসেন  নিজেদের প্রভাব খাটিয়ে দোকান ও ঘর নিমার্ণ করে প্রবাসির কাছে বিক্রি করার চেষ্টা চলছে।জানা গেছে আমজাদ হোসেন স্থানীয় চেয়ারম্যানের মাদ্রাসা চাকরি সুবাদে এলাকায় নিজের প্রভাব খাটিয়ে এই কাজ গুলো করেন।

 

তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন দোকান ঘর নির্মাণ করার খবর পায়নি।যেহেতু এখন জানতে পারলাম তদন্ত করে আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

 

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় ও কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে দিন দিন স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে ভবন ও দোকানপাট গড়ে তুলছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, রহস্যজনক কারণে লক্ষীপুরের পানি উন্নয়ন বোর্ডের এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

এ বিষয়ে জানতে চাইলে অভিযোক্ত আমজাদ হোসেন  সেই জায়গা দোকান নির্মাণের বিষয় টি শিকার করেন তবে জায়গার বিষয়ে কোনো সৎ উত্তর দিতে পারেননি।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram