চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার):
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে “জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলুম সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এছাড়া সাংবাদিক মহিনউদ্দিন কাদের শওকত, সাংবাদিক আফজাল আহমেদ, মোস্তফা নয়নসহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, “একটি মিডিয়া চক্র ফ্যাসিবাদের পক্ষে আগেও কাজ করেছে, এখনো করে যাচ্ছে। হাসিনা আমলে সাংবাদিক শ্যামল দত্তের একাউন্টে ১ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। আমার দেশসহ অনেক গণমাধ্যম অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।” তিনি আরও বলেন, “দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে হাসিনা এবং জাতীয় পা-টি আর ফিরে আসতে না পারে, কারণ তাদের হাতে দেশ নিরাপদ নয়। বিএনপি, জামায়াত, এনসিপি সহ গণতান্ত্রিক শক্তির হাতেই বাংলাদেশ নিরাপদ।”
সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “গায়ের জোরে শেখ হাসিনা দেশ শাসন করেছেন। মাহমুদুর রহমানকে বছরের পর বছর অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। শেখ হাসিনা ধরে ধরে সাংবাদিকদের নির্যাতন ও কারাবন্দী করেছেন।” তিনি আরও উল্লেখ করেন, “নির্যাতিত হয়েও অনেক সাংবাদিক সত্য প্রকাশে অটল থেকেছেন।”
অন্য বক্তারা বলেন, গত ১৬ বছরে হাসিনার শাসন আমলে সাংবাদিকদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে। অনেককে প্রেস ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে। তারা বলেন, “আমরা আর স্বৈরাচারী আমলে ফিরতে চাই না। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে।”