জাতীয় সীরাত প্রতিযোগিতা-২০২৫ এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কৃতী সন্তান শাহারিয়া শাহাদ। তিনি জেলা পর্যায়ে প্রথম, বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় এবং সর্বশেষ রাষ্ট্রীয় পর্যায়ে সারাদেশে তৃতীয় স্থান অর্জন করে জেলার গৌরব বাড়িয়ে দিয়েছেন।
শাহারিয়া শাহাদ কমলনগর উপজেলার বাসিন্দা শাহাজাহান ও মাইনুর আক্তার শিমু দম্পতির সন্তান। তার এই অনন্য অর্জনে পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ সমগ্র এলাকা জুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে।
জাতীয় পর্যায়ে বিজয়ীদের সংবর্ধনা জানাতে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ সচিবালয়ের ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ. প. ম. খালিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মাওলানা আবদুল মালেকসহ ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্মাননা গ্রহণ শেষে শাহারিয়া শাহাদ সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আমি যেন আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ও আখেরাতে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হতে পারি – এটাই আমার একান্ত কামনা।”
শাহারিয়া শাহাদের এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, পুরো কমলনগর উপজেলার জন্য এক গর্বের বিষয়। এলাকার বিশিষ্টজনেরা তার এই অর্জনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার উত্তরোত্তর সফলতা কামনা করেন।