শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫

ডিআইজি মহোদয়ের লক্ষ্মীপুর জেলায় আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি :

মাননীয় ডিআইজি মহোদয়ের লক্ষ্মীপুর জেলায় আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

অদ্য ২৬ শে নভেম্বর ২০২৪ খ্রি.  লক্ষ্মীপুরের জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডিআইজি  মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম এবং সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ আকতার হোসেন।

উক্ত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি মহোদয় জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল পুলিশ সদস্যকে জনমুখী পুলিশিং করার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, পুলিশের কাজ হচ্ছে জনগনের নিরাপত্তা বিধান করা। যথাযথ আইন মেনে পুলিশকে সেই কাজ করতে হবে। পুলিশের সকল কাজ হবে পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে। সাধারন মানুষকে পেশাদারিত্বের সাথে সেবা দিতে হবে। তিনি লক্ষ্মীপুর জেলার সকল পুলিশ সদস্যকে সকল ধরনের দুর্নীতির উর্ধ্বে থেকে শতভাগ পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করতে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের যেন কোনরকম হয়রানি করা না হয়। জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিংবা মামলার ক্ষেত্রে সকল ধরনের অনিয়ম দূর করে তিনি থানাকে একটি সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলকে নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন যে, নিষ্ঠুর আচরন পরিহার করে আইনের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করাই হলো পুলিশের প্রধান কাজ। পুলিশের আচরণ এবং ব্যবহারে যেন কোনোভাবেই কোন মানুষ কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ও থানা পুলিশের সেবার মান বৃদ্ধি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সোহেল রানা পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ রকিবুল হাসান পিপিএম, লক্ষ্মীপুর জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ, ডিআইও-১, ওসি ডিবি সহ সকল ইউনিটের পুলিশ সদস্য বৃন্দ।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram