বীর চট্টলা টিভি: লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার গড়ার প্রত্যয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ শুরু করা হয়েছে।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় জেলা শহরের ঐতিহাসিক দালাল বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও একশত ডস্টবিন বিতরণ শুরু করে উপজেলা প্রশাসন।
এ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। এসময় উপস্থিতি ছিলেন দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বাজার কমিটির সভাপতি বিটু পাটোয়ারী ভলেন্টিয়ার বাংলাদেশ সদস্য ও বিভিন্ন স্কুল পড়ুয়া সে¦চ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা।
শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার জন্য এ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি দালাল বাজারের চারপাশে অবস্থানরত সব খাবার দোকানের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সঙ্গে ডাস্টবিন রাখার জন্য নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান। তারা নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেন।