নিউজ ডেস্ক :বীর চট্রলা টিভি
বাচাল পুরুষ পর নারীকে তার প্রেমে মজাতে কয়েকটা কৌশল অবলম্বন করে তার মধ্যে কমন কয়েকটি পন্থা হলো,শুরুতে পুরুষ প্রকাশ করবে সে একা,নিঃসঙ্গ এবং খুব অসহায়।পরিস্থিতি পক্ষে হলে অস্বীকার করবে তার স্ত্রী সন্তানের কথা আর বিপক্ষে হলে বলবে আমার স্ত্রী থেকেও নেই,আমার সাথে ঝগড়া করে মানসিক অশান্তিতে রাখে,ভালবাসেনা,সম্মান করে না। বউ যদি সহজ সরল হয় তাহলে বলে এত বোকা যে সে সংসার করতে পারে না কিছুই বোঝে না একটুও চতুর নয় স্মার্ট নয় আমার মনের মত নয়,বউ যদি চালাক হয় তাহলে বলে আমার বউ এত দুষ্ট এত চালাক যে তার জন্য আমি কোন কিছুই করতে পারিনা সব সময় আমার পিছনে লেগে থাকে আমার সাথে ঝগড়া করে এবং অতিরিক্ত চালাকের কারণে ফ্যামিলিতে ঝামেলা হয়, এবার বউ যদি নরমাল হয় চালাকও না বোকাও না মধ্যম লেভেলের তখন বলে আমার বউ আছে কিন্তু তাকে আমার পছন্দ না ফ্যামিলিগতভাবে বাবা-মা বিয়ে করিয়েছে কিন্তু সে আমার মনের মতো না কোন রকমে সংসারে চলা দরকার সেভাবেই আছি।আমরা পছন্দ ঠিক আপনার মত মেয়ে,আপনাকে আগে দেখলে জীবনেও তাকে বিয়ে করতাম না আপনাকে পেলে হব আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। আপনার জন্য আমি সব করতে পারি। তার সাথে আমার কোন মানসিক ও শারীরিক সম্পর্ক নাই বললেই চলে হয়তো এমন হতে পারে মনের মতো পেলে তাকে ছেড়ে আবার বিয়ে করবো।এসব বলে আস্তে আস্তে কথা শুরু করে বানিয়ে বানিয়ে তার অনেক কষ্টের কথা প্রকাশ করে, যত বেশি নারীর সাথে এসব শেয়ার করে তত বেশি ঘরে তার স্ত্রী বা তার গার্লফ্রেন্ডের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়,গুরুত্ব কমিয়ে দেয় অবহেলা শুরু করে,তখন স্ত্রী, গার্লফ্রেন্ড কারণ জানতে চাইলে শুরু হয়ে যায় অশান্তি এবং কৈফিয়ত দিতে রাজি না,ওইদিকে পর নারীর কাছে সারাক্ষণ কষ্টের কথা তুলে ধরে এবং তার কাছে শান্তি চায়।বউয়ের দোষের কারণ এর মধ্যে একসময় একটা কথাই এ ধরনের পুরুষ বলে যে আমার স্ত্রী আমার মা বোনের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। নারী জাতী বড়োই লোভী,, তারা তাদের ভালোবাসার মানুষটির কাছ থেকে প্রচুর ভালোবাসা চায় অন্তহীন আদর চায়,তারা কখনো নিজের ভালোবাসার মানুষটির ভাগ কাউকে দিতে চায়না,নিজের মানুষটির বুকে থাকবে বলে হাজারো নারী শশুর বাড়িতে অন্যায় অত্যাচার সয়ে মুখ বন্ধ করে থাকে,তারা কাঁদে তাদের বুক ভেসে যায় বালিশ ভিজে যায় তারপরও তারা সারাদিন মোবাইলের দিকে বারবার তাকায় প্রিয় মানুষটি আমাকে কি কল দিবে,দরজার দিকে বারবার তাকায় সে কি ফিরে আসলো,কখন সে একটু মিষ্টি করে কথা বলবে, মিষ্টি কথা শোনার জন্য নারীরা কি পরিমান লোভ করে একটু প্রশংসা শোনার জন্য কি পরিমান চাওয়া পাওয়া বুকে ধারণ করে তার কোন হিসেব নেই। অধিকাংশ নারীরা স্বামী অথবা ভালোবাসার মানুষটির কাছ থেকে আদর যত্ন ভালোবাসা লোভ করে কিছু মেয়ে আছে যারা এগুলোর সাথে স্বামীর কাছ থেকে টাকা পয়সা গয়না গাটির লোভ করে।।নারী খুব সহজে নষ্ট হয় না,,নারী নষ্ট হয় অধিক অবহেলা অধিক যন্ত্রণা অধিক না পাওয়ার কষ্ট থেকে।পুরুষ তোমরা তোমাদের দৃষ্টি সংযত করো,ভালো করে তাকিয়ে দেখো তোমার মানুষটির মধ্যে যে গুন ও সৌন্দর্য আছে তা কিন্তু পরো নারীর ভিতরে সব নেই। যদি থাকতো তাহলে ফিরে ফিরে আসতে না তোমরা আবার ঐ নারীর কাছে, যারা আসতে পারোনা আর তারা সারা জীবন মুখ লুকিয়ে কেঁদে যাও।পুরুষ তুমি ভালো হও ।
শের ই গুল