বীর চট্টলা টিভি ডেক্স: উদ্দেশ্য প্রনোদিতভাবে মিশু পরিবহনের মালিক গিয়াস উদ্দিন স্বপন এবং তার পরিবারকে জড়িয়ে সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্য ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল শাহাদাত কর্তৃক মিথ্যা বায়নোয়াট বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের পক্ষে মো: ইকবাল হোসেন খোকন ।
রবিবার ( ২৫ জানুয়ারি) দুপুর ২ ঘটিকার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়ন চৌরাস্তা আলীপুর মিশু ট্রের্ডাসে এ প্রতিবাদ সংবাদ সম্মেলন করা হয়েছে। অপর দিকে নতুন রাস্তা নির্মাণে বাঁধার প্রতিবাদে ভবানীগঞ্জ কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের ৫ নং ওয়ার্ড কলেজের দক্ষিণে অবস্থিত হায়দার আলী মেকারের দোকানের পূর্ব পাশ দিয়ে কৃষি জমির উপর দিয়ে একটি আইলের উপর দিয়ে পথচারীরা বিগত কয়েক বছর যাবত বহু কষ্ট করে চলাচল করে আসছে। জনগনের কষ্ট দেখে জমির মালিক মিশু কোম্পানি গিয়াস উদ্দিন স্বপন তার কৃষি জমির পুরাতন আইলটি কেটে নতুন করে নিজ উদ্যোগে পথচারীদের চলাচলের সুবার্ধে নিজ খরচে একটি নতুন রাস্তা তার জমি উপর দিয়ে নির্মান করে দেয়া হয়।
কিন্তু দু:খের বিষয় গত ২৩ জানুয়ারি মিশু কোম্পানি পরিবারকে জড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে একটি বক্তব্যে প্রিন্সিপাল সাহাদাত হোসেন বলেন,৫০০ মিটারের জনবসতি রাস্তাটি দিয়ে দীর্ঘ ২৫ বছর যাবত পথচারীরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছে। পুরাতন রাস্তা কেটে প্রেন্সিপালের জমি দখল করে নতুন রাস্তা সৃষ্টি করার অভিযোগ করেন সাহাদাত হোসেনের স্বপনের বিরুদ্ধে। পুরাতন রাস্তা কেটে অধ্যক্ষের জমি দিয়ে নতুন রাস্তা নির্মাণের অভিযোগটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে গিয়াস উদ্দিন স্বপন জানিয়েছেন পুরাতন রাস্তাটিও তার জমির উপর দিয়ে গিয়েছে বতমানে নতুন রাস্তাটিও তার জমির উপর দিয়ে যাচ্ছে অধ্যক্ষের জমির উপর দিয়ে কোন নতুন রাস্তা নির্মাণ করা হয়নি, বরণ মিশু কোম্পানি মালিক গিয়াস উদ্দিন স্বপনের জমির ৬ ফুটের মত দখল করে রেখেছে প্রিন্সিপাল।