শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুরে বারাকাহ্ মাল্টিকেয়ার হসপিটাল শুভ উদ্বোধনে প্রথম দিনে সেবা নিয়েছেন ৮ শতরোগী

বীর চট্টলা টিভি :লক্ষ্মীপুরে বারাকাহ্ মাল্টিকেয়ার হসপিটাল শুভ উদ্বোধনে প্রথম দিনে সেবা নিয়েছে ৮ শতরোগী
“স্বাস্থ্য সেবায় আস্থার সাথে, ২৪ ঘন্টা আপনার পাশে” এমন স্লোগানে আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে লক্ষ্মীপুরে যাত্রা শুরু করেছে বারাকাহ্ মাল্টিকেয়ার হসপিটাল, প্রথম দিনে জেলার ৮ শত রোগীর ফ্রী চিকিৎসা দিয়েছেন বারাকাহ হাসপাতাল। বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে দোয়াও মোনাজাতের মাধ্যমে এ হাসপাতালের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বারাকাহ্ মাল্টিকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ কে এম আজাদ। ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ডা: ইকবাল মাহমুদ, এ্যাড: মাহি, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন টুমচর ইসলামিয়া সিনিয়ার কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী। এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ কর্মকর্তা,কর্মচারী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে হসপিটালের আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ও ডিজিট্যাল ল্যাবরেটরী, এক্স-রে, আলট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, এন্ডাসকপি, কলোনস্কপিসহ বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।
এসময় সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে বারাকাহ্ মাল্টিকেয়ার হসপিটাল সেবায় রোল মডেল হয়ে উঠবে বলে মন্তব্য করেন অতিথিরা। যেসকল ডাক্তারা এ হাসপাতালে সেবা দিবেন তারা হলেন ডা: এ কে এম আজাদ , সহকারী অধ্যাপক ডা: এস,কে মজুমদার সুজন,সহকারী অধ্যাপক ডা: মো:সাজ্জাদ হোসেন ,ডা: রেহানা বেগম বীনা, ডা; মো: নাসির উদ্দিন, ডা: মো: আরমান হোসেন ,ডা: শায়েলা আরেফিন উর্মি,ডা: মো: আব্দুল্লাহ আল নোমানসহ প্রমুখ।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram