রবিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

 

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে এবং জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গনতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবি এম আশ্রাফ উদ্দিন নিজান।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত থেকে সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন। বক্তারা তাদের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক সংকট, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram