শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী তথ্য মেলা সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জনগের মুখামুখী দাঁড় করালেন টিআইবি

বীর চট্টলা টিভি ডেক্স:দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ এমন স্লোগানকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়। বুধবার সকালে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ হয়। পরে সামাদ মাঠে আয়োজিত ফিতা কেটে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মো. জসীম উদ্দিন।


সনাকের জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, সদর সহকারী কমিশনার ভূমি অভি দাস লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক কে এম আবু সাঈদ, বিআরটিএ সহকারী পরিচালক মো: কামরুজ্জামান,টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর জসিম উদ্দিন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক হুমায়ুন কবির, সনাকের সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, সনাক সদস্য প্রফেসর রফিকুল ইসলাম প্রমুখ।

ব্যাপক উৎসব উদ্দীপনার মাধ্যমে বৃহস্পতিবার এ মেলা শেষ হয়েছে । মেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ১০০টি স্টল স্থান করে নিয়েছে

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram