রায়পুর প্রতিনিধি: ইসমাইল হোসেন
লক্ষ্মীপুর পৌরসভায় নতুন পৌর প্রশাসক জসিম উদ্দিন দায়িত্ব গ্রহণের পর পৌরসভার চিত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। দীর্ঘদিন ধরে পৌরসভা একটি ভাড়া ভবন থেকে পরিচালিত হলেও সেখানে সাধারণ মানুষ যথাযথ সেবা পেত না। দায়িত্ব নেওয়ার পর প্রশাসক জসিম উদ্দিন পৌরসভার জন্য একটি আধুনিক স্থায়ী ভবন নির্মাণ করেন, যেখানে রয়েছে আলাদা আলাদা সেবা কেন্দ্র এবং পাঠাগার। এতে সেবা নিতে আসা মানুষদের ভোগান্তি কমেছে এবং তারা দ্রুত সেবা পাচ্ছেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন বলেন, “নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।” একইভাবে সেনেটারি ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ হিল হাকিম জানান, “আমরা আগে ভাড়া ভবনে কাজ করতাম। প্রশাসক জসিম উদ্দিন আমাদের জন্য একটি নিজস্ব ভবন নির্মাণ করেছেন এবং পৌরসভার ঋণ থেকে প্রায় ৬ কোটি টাকা পরিশোধ করেছেন।”
এদিকে সাধারণ মানুষও উন্নয়ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানান, আগের তুলনায় এখন অনেক ভালো সেবা পাওয়া যাচ্ছে। পৌরবাসীর পক্ষ থেকে প্রশাসক জসিম উদ্দিনকে ধন্যবাদ জানানো হয়।
প্রশাসকের উদ্যোগে গড়ে ওঠা নতুন অবকাঠামো ও ঋণ পরিশোধ কার্যক্রমে পৌরসভার আর্থিক অবস্থাও আগের চেয়ে অনেক স্থিতিশীল হয়েছে। এতে করে পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।