বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫

সংস্কার চাইনা বিএনপি, ৩১ দফা বিএনপি সংসদের মাধ্যমে সংস্কার করবে

বীর চট্টলা টিভিবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, ‘সংস্কার চাইনা বিএনপি, ৩১ দফা বিএনপি সংসদের মাধ্যমে সংস্কার করবে, একটি মহল নির্বাচন চায়না, তারা সুবিধা নিচ্ছে, অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন অতিদ্রুত নির্বাচন দেয়ার জন্য। তাঁদেরকে বলছি, আমরা জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে সংস্কার করবো। জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা। সংস্কারের নামে নির্বাচন বানচালের চেষ্টা করবেন না।’ স্থানীয় নির্বাচন বিএনপি চায় না আগে জাতীয় সংসদ নির্বাচন হইতে হবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটাই, নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা। আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া। সব সংস্কার জাতীয় সংসদে হবে।’

আমীর খসরু আরও বলেন, বাংলাদেশের যেকোনো পরিবর্তনের ক্ষমতা জনগণের। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেই। তাঁরা যদি মনে করেন নির্বাচিত সরকারের জায়গায় অধিষ্ঠিত হয়েছেন, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটাই, নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা। আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া। সব সংস্কার জাতীয় সংসদে হবে।’

 

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত বিএনপির সমাবেশে আমীর খসরু এ কথা বলেন। এর আগে বেলা তিনটা থেকে এ সমাবেশ শুরু হয়।

নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এবং দ্রুত নির্বাচনী রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে লক্ষ্মীপুর জেলা বিএনপি।

সময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের, নির্বাহী কিমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগের বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ভিপি হারুন, ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির, বিএনপি, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজাম, বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি প্রধান বক্তা আব্দুল মোনায়েম মুন্না। বক্তা জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আহমেদ, সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, আহ্বায়ক, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-মহাসচিব, সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুর যুগ্ম আহবায়ক এ্যাড: মো: হাছিবুর রহমান জামায়াত নেতা ফারুক হোসেন নুর নবী সহপ্রমুখ।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram