১লা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন এর সমাবেশ অনুষ্ঠিত
আজ ১লা মে ২০২৫, বৃহস্পতিবার, চট্টগ্রাম অঞ্চল এর বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন শাখা কর্তৃক ১৩৯ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নগরের সিইপিজেড এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর ২ টা থেকে আয়োজন এর প্রস্তুতি চলতে থাকে এবং বিকেল ৩ টার মধ্যে সংগঠনসমূহের কর্মী, সমর্থক এবং অতিথিদের অংশগ্রহণে সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে ওঠে। ছাত্র-যুব আন্দোলন ও শ্রমিক আন্দোলনের সাংস্কৃতিক দল এর পরিচালনায় সমবেতভাবে “আন্তর্জাতিক সঙ্গীত” এবং “মে দিবসের গান” গাওয়ার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি মহিদুল ইসলাম ইবাদ এর সঞ্চালনায় এবং বিপ্লবী শ্রমিক আন্দোলন, চট্টগ্রাম মহানগর এর সভাপতি রাকিব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার সিইপিজেড শাখার সংগঠক আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন,
আমরা শুধু মে দিবস পালন-ই করি, মনে প্রাণে ধারণ করিনা। শ্রমিকের মুক্তিই হোক মে দিবসের লক্ষ্য। ইউনুস সরকার আসার পরও শ্রমিকের কোনো উন্নয়ন হয়নি৷ কারণ বুর্জোয়া রাষ্ট্র রক্ষা করে বুর্জোয়া মালিকের স্বার্থ। শ্রমিকের হাতুড়ি দিয়ে ভেঙে দিতে হবে এই বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থা।
সাধারণ জনগণ সবসময় শ্রমিকের দৈনন্দিন সংগ্রাম স্পষ্টভাবে না বুঝলেও, সরাসরি প্রত্যখ্যান করতে পারেনা। মে দিবসের বন্ধের কাজ আবার ওভারটাইম ডিউটি করে পূরণ করার মতো হিপোক্রেসি মালিকসমিতি করেই যাচ্ছে। এসব অত্যাচার অনাচারের একমাত্র উপায় শ্রমিক শ্রেণির হাতে দেশের ক্ষমতা দখল। অল্প টাকার শ্রম কিনে ডলারের উপর ডলার তৈরি করে মালিকেরা, শ্রমিকেরা একশো টাকার স্যান্ডেল কিনে পরার সক্ষমতা রাখেনা। শ্রমিকের ঘামের পয়সা মে দিবসে বিরিয়ানি খাওয়ানোর নামে বিলায় মালিকেরা, এ যেনো শিশুভুলানো খেলনা।
বক্তাদের আলোচনা শেষে দুইটি গান , “নারী মুক্তির গান” এবং “শ্রমিক কথন” পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সভা শেষ হয়।
এরপর লাল পতাকা সজ্জিত মিছিল সিইপিজেড এর সামনে থেকে ২ নং মাইলের মাথা হয়ে আবার সিইপিজেডের সামনে এসে শেষ হয়। সভাপতি রাকিব উদ্দিন মিছিল এর সমাপ্তি ঘোষণা করে।
বার্তা প্রেরক—
দিলীপ দাস
সহ-সভাপতি
বিপ্লবী শ্রমিক আন্দোলন
চট্টগ্রাম মহানগর শাখা
পারভেজ চৌধুরী
দপ্তর সম্পাদক
বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন
চট্টগ্রাম মহানগর শাখা