বীর চট্টলা টিভি :লক্ষ্মীপুর জামায়াত ইসলামীর গণ জমায়েতে ২-৩ লাখ লোক অংশ গ্রহন করবে: ড. রেজাউল করীম
আলমগীর হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আগামীকাল শনিবার সকাল ৯ ঘটিকার দিকে আর্দশ সামাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী নেতা শফিকুর রহমানের আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর আর্দশ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার গণ জমায়েতে তিন থেকে চার লক্ষ লোক অংগ্রহন করবে। কারাবন্দি জামায়াত নেতা আজহারুলের মুক্তি দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি তোলা হবে। ১৯৯৬ সালে জামায়াতে ইসলাম এ সামাদ ৃমাঠে একটি সমাবেশ করেছে, দীর্ঘ ২৯ বছর পর লক্ষ্মীপুর আর্দশ সামাদ উচ্চবিদ্যালয়ের মাঠে আগামীকাল শনিবার আরেকটি গণসমাবেশ হবে।সকলের সহযোগিতা চেয়েছিলেন তিনি।শুক্রবার (২১ ফেব্রুয়ারী ) সকাল ১১ ঘটিকার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হল রুমে জেলা সাংবাদিকদের এ মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর (উত্তর) সেক্রেটারি ড. রেজাউল করিমএ সকল কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।এ সময় উপস্থিত ছিলেন– নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, এ আর হাফিজ উল্যাহ, সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ প্রমুখ।এ সময় জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া কেন্দ্রীয় আমির আগমন উপলক্ষ্যে সাংবাদিকদের সার্বিক সহযোগিতাসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
বক্তার বলেন, আজকে স্বৈরশাসকমুক্ত বাংলাদেশ। আমরা ৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে।