চট্টগ্রাম প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে. এম. রুবেলসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই (শুক্রবার) বিকেল ৪টায় নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় চারুলতা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে জাতীয় সাংবাদিক সংস্থার বন্দর শাখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফরুল ইসলাম জাহিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা কে. এম. রুবেল। তিনি বলেন, “বাবু হাওলাদার নামে এক নিখোঁজ যুবকের সন্ধানে সাংবাদিকদের যাওয়াকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।” তিনি জানান, নিখোঁজ বাবুর মা পারুল বেগমের অনুরোধে তারা ইপিজেড থানার একটি ঘটনায় অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হন। পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর হামলা চালায় অভিযুক্ত মোমিনুল হকের ছেলে তানিম ও তার সহযোগীরা।
ভুক্তভোগী মা পারুল বেগম বলেন, তার ছেলে বাবু হাওলাদারকে মোমিনুল হক ও তার ছেলে আটক করে মধ্যরাতে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত করছেন এসআই সুমন দে।
তিনি আরও অভিযোগ করেন, তানিম একজন মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসারও অভিযোগ রয়েছে। ঘটনার ভিডিও ধারণ করায় এক প্রতিবেশীকে তানিম হত্যার হুমকি দেয়।
পরবর্তীতে ঘটনাটি আড়াল করতে এবং নিজেদের দোষ ঢাকতে মোমিনুল হক চট্টগ্রাম আদালতে কে. এম. রুবেল, সাংবাদিক বাবু মৃধা ও মামুনসহ ৭ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেন (সি.আর মামলা নং: ৩৪২/২০২৫)।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সহসভাপতি ও মানবাধিকার নেতা বিল্লাল হোসাইন বেলাল, যুগ্ম সম্পাদক মাজেদুল আলম, ফজলুল হক মাসুদ, হাফিজুর রহমান রনি, শেখ আহম্মেদ শাকিল, আবুল খায়ের, নার্গিস পারভীন রিক্তা প্রমুখ।