লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নকে বিভক্ত করে পৃথক মিয়ারবেড়ী ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিয়ারবেড়ী ইউনিয়ন বাস্তবায়ন কমিটি ও এলাকার সর্বস্তরের জনগণ এ মানববন্ধন আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভবানীগঞ্জ ইউনিয়ন বর্তমানে একটি বিশাল এলাকা এবং বিপুল সংখ্যক ভোটার নিয়ে গঠিত। এত বড় একটি ইউনিয়নে একজন চেয়ারম্যানের পক্ষে সবার কাছে সমানভাবে নাগরিক সেবা পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জন্ম নিবন্ধন, চেয়ারম্যানের সনদ গ্রহণ, স্বাক্ষর, স্থানীয় বিচার-আচারসহ নানা নাগরিক সেবা পেতে সাধারণ মানুষকে দূরদূরান্ত থেকে আসতে হয় এবং ভোগান্তি পোহাতে হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি আদালতে উত্থাপিত হলে মহামান্য হাইকোর্ট রায় দেন—ভবানীগঞ্জ ইউনিয়নকে দুটি পৃথক ইউনিয়নে বিভক্ত করে ভবানীগঞ্জ ও মিয়ারবেড়ী ইউনিয়ন গঠন করতে হবে। এ রায়ের আলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই প্রার্থীরা যাতে প্রস্তুতি নেওয়ার সুযোগ পান এবং স্থানীয় জনগণ উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য অনতিবিলম্বে মিয়ারবেড়ীকে একটি পৃথক ইউনিয়ন হিসেবে ঘোষণা করতে হবে।
এ সময় স্থানীয় সমাজের বিশিষ্টজন, গুণীজন, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষও তাদের দাবি তুলে ধরেন। সবার অভিন্ন দাবি ছিল—“মিয়ারবেড়ী ইউনিয়ন বাস্তবায়ন আর দেরি নয়, অবিলম্বে তা কার্যকর করতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসককে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং বলেন, একটি নতুন ইউনিয়ন ঘোষিত হলে জনগণের সেবা সহজলভ্য হবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।