সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুরে ৪নং চররুহিতা ইউনিয়নে ভাতা কার্যক্রম শুরু: অনলাইনে আবেদন করতে পারবেন অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণ

 

লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ভাতার কার্যক্রম চালু করা হয়েছে। ১৩ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এ সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
নবনিযুক্ত প্রশাসক শহিদুল ইসলাম জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজড়া ভাতা, বেদে ভাতা ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা চালু করা হয়েছে। কামার, কুমার, নাফিত, ডোপা, ডোম, হাজম, নিকারি, পাটনি—এইসব অনগ্রসর পেশাজীবী গোষ্ঠীর সদস্যরাও এ ভাতার জন্য আবেদন করতে পারবেন।

প্রশাসক শহিদুল ইসলাম বলেন, “৪নং চররুহিতা ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা উপযুক্ত, তাদের সবাইকে দ্রুত অনলাইনে আবেদন করার অনুরোধ জানাচ্ছি। সরকারের এই উদ্যোগ অসহায় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকেও এ বিষয়ে তথ্য ও সহায়তা পাওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগ্য আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে ভাতা প্রদানের কার্যক্রম শুরু করবে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram