শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের আদালতের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ইসকন সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া আদালতে আইনজীবীদের উদ্যেগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৭নভেম্বর বুধবার সকাল ১০টার দিকে সাতকানিয়া আদালত চত্বরে সাতকানিয়া আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি এডভোকেট সোলাইমানের সভাপতিত্বে ও এডহক কমিটির সদস্য এডভোকেট রাশেদুল ইসলামের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এডহক কমিটির যগ্ন আহবায়ক এডভোকেট মাহমুদুল হক চৌধুরী, এডহক কমিটির সদস্য সচিব এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রকিব চৌধুরী, সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট এ এম ফয়সাল,সাবেক সহ সভাপতি এডভোকেট সুজন পালিত, এডহক কমিটির সদস্য এডভোকেট শিহাব উদ্দিন, সমিতির সদস্য এডভোকেট শাহাদাত হোসেন হিরু,এডভোকেট হোসেন মোহাম্মদ এরশাদ ও আইনজীবী সহকারী সমিতির সভাপতি ফরিদ আহমদ চৌধুরী প্রমুখ। এছাড়াও এডহক কমিটির সকল সদস্য, বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী, আইনজীবী সহকারী, ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram