বীর চট্রলা টিভি: অনলাইন একেটিভি ২৯ ( ডিসেম্বর ২০২৪ ) ‘চট্রগ্রামের লাল দোকান গলিতে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ যুবদলের নেতা দেলোয়ার বিরুদ্ধে ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অংঙ্গসংগঠনের সক্রিয় সদস্য,বিগত আ: লীগের সরকারের হামলা, মামলা র্নিযাতিত নেতা দেলোয়ার হোসেন । তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত এলাকায় মাদকের চোরাই,কারবারি থেকে চাঁদবাজি ,লাকি, স্বপনদের প্রটোকল দেওয়ার দেলোয়ারের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।