বীর চট্টলা টিভি: লক্ষ্মীপুর সদর উপজেলায় বালুর ট্রাক, অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১১ ঘটিকার দিকে উপজেলার চররমনী মোহন এ্যানি চৌধুরীর ফিশারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন চররমনী মোহন ইউনিয়নের ৬ নং ওর্য়াডের চর আলী হাসান গ্রামের মনছুরের ছেলে মুরাদ (৩৫), রেজ্জাকের ছেলে আনোয়ার (৩৮), সিরাজের ছেলে আজাদ (৩০)। নিহত পরিবারের লোকজন ময়নাতদন্তের ছাড়া লাশ নিয়ে গেছেন।
অপর দিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর, বাস চালককে মারধরের ঘটনা অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী ।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১ ঘটিকার দিকে বালুর ড্রাম ট্রাক বালু বোঝায় করে মজুচৌধুরীর হাট থেকে লক্ষ্মীপুরে ফিরছিলেন। অপর দিকে অটোরির্কসা যাত্রী নিয়ে মজুচৌধুরী বাজার দিকে ছুটে যাচ্ছেছিল মুখামুখি সংঘর্ষে এ্যানি চৌধুরী ফিশারীর সামনে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান কৃষি প্রজেক্ট পরিচালনায় নিয়োজিত মনছুরের ছেলে মুরাদ (৩৫), রেজ্জাকের ছেলে আনোয়ার (৩৮) সিরাজের ছেলে আজাদ (৩০)।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মোন্নাফ বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ পরিবার নিয়ে গেছেন।